সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে দুই আ.লীগ নেতার মারামারি, গরম পানি নিক্ষেপ

প্রকাশিত : ০৮:২৮ পূর্বাহ্ণ, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার ৯৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বুধবার চায়ের দোকানে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির জেরে দুই আ.লীগ নেতার মধ্যে মারামারি এবং কেটলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত পৌর যুবলীগের সম্পাদক এসএম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

জানা গেছে, বুধবার ফরিদগঞ্জের কলেজগেট এলাকার একটি চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে সোহেল রানা ও মামুন গাজীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।

এ সময় তারা একে অপরের ওপর ওই দোকানে থাকা গরম পানি ছুড়ে মারেন। অভিযোগে সোহেল রানা ঘটনাটি নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচন নিয়ে কথা কাটাকাটি উল্লেখ করলেও মামুন গাজী জানিয়েছেন ব্যক্তিগত বিরোধের কথা। সোহেল রানা বলেন, তিনি নৌকা প্রতীকের নির্বাচন করছেন।

অপর দিকে মামুন গাজী ঈগল প্রতীকের। বুধবার ওই চায়ের দোকানের সামনে মামুন গাজী তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং আমার ওপর হামলা করেন। মামুন গাজীর স্ত্রী হালিমা বেগম জানান, তার স্বামী নৌকার সমর্থক। পূর্ব বিরোধের জেরে সোহেল রানা তার স্বামীর ওপর হামলা করেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT