সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন: জেলেনস্কির স্ত্রী
প্রকাশিত : ০৮:৩২ অপরাহ্ণ, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার ১০১ বার পঠিত
পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা না দিলে ইউক্রেনীয়দের মরণ দশা হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ওলেনা জেলেনস্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী, এই শঙ্কা জানিয়ে মিত্রদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
বিবিসি ওয়ানের টকশো ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ –এ এই আকুতি জানান ওলেনা। তিনি বলেন, আমাদের সত্যিই সহায়তা দরকার। সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন। সোজাসাপ্টা বলি, সহায়তার দাবি আমরা করেই যাবো, এই চাইতে গিয়ে আমরা হয়রান হবো না। এখন বিশ্ব যদি (সহায়তা দিতে) হয়রান হয়ে যায়, তাহলে সেটা হবে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।
ওলেনা আরও বলেন, ইউক্রেনকে সাহায্য করার ইচ্ছা ম্লান হওয়ার লক্ষণগুলো আমাদের খুব কষ্ট দেয়। এটি আমাদের জীবন-মরণের প্রশ্ন।
প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে। তবে রিপাবলিকানদের বিরোধীতায় ইউক্রেনের জন্য এ বিপুল ডলারের প্যাকেজ আটকে গেছে।
এ সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের সহায়তা আটকে দেওয়া মানে পুতিনকে উপহার দেওয়া।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।