বিশ্ববাসীকে তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান মালালার
প্রকাশিত : ০৫:৫৭ অপরাহ্ণ, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার ৮৯ বার পঠিত
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি এই নারী অধিকার কর্মী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা বার্ষিক শান্তি বক্তৃতায় এ মন্তব্য করেছেন।
মালালা বলেন, আফগানিস্তানের শাসকরা নারী হওয়াকে রীতিমতো অপরাধে পরিণত করেছে। বিশ্বের সমস্ত দেশের সরকার প্রধানদের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনারা নিশ্চিত করুন যে আফগান নারীদের পাশে আপনারা আছেন।
জোহানেসবার্গে দেওয়া বক্তৃতায় আফগান নারীদের বিরুদ্ধে দেওয়া তালেবানদের বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন তিনি। বিশেষ করে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন।
নারীদের প্রতি তালেবান শাসকদের এ বৈষম্যকে তিনি ‘লিঙ্গ বৈষম্য’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিকভাবে লিঙ্গ বৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের পত্রিকা ডনকে দেওয়া এক সাক্ষাতকারে মালালা বলেন, আমি পাকিস্তানকে অনুরোধ করব যাতে তারা আফগান নারীদের পাশে দাঁড়ায়। মেয়ে শিশু এবং নারীদের অধিকার নিশ্চিত করতে তালেবানদের ওপর চাপ তৈরি করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান মালালা ইউসুফজাই।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।