বিড়াল ধরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত : ০৮:১৮ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার ১০৯ বার পঠিত
পোষ্য বিড়ালকে ধরতে গিয়ে আটতলা থেকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম অঞ্জনা দাস। স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের মামলা চলছে তার। কয়েক বছর ধরে মায়ের সঙ্গে কলকাতার লেক অ্যাভিনিউর ওই আবাসনের আটতলার একটি ফ্ল্যাটে থাকছিলেন তিনি।
স্থানীয়দের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই মাস আগে একটি বিড়াল পুষতে শুরু করেন অঞ্জনা। সোমবার সকালে বিড়ালটি আবাসনের ছাদে উঠে যায়।
অঞ্জনা বিড়ালটিকে উদ্ধার করতে পেছন পেছন ছুটেন। তাকে দেখে কার্নিশে নেমে পড়ে বিড়ালটি। তাকে উদ্ধার করতে কার্নিশে নামার চেষ্টা করতেই পা পিছলে ভবনের নিচে পড়ে যান তিনি।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।