নেতানিয়াহুর ‘সময়’ ফুরিয়ে আসছে, বার্তা যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ০৫:২৮ অপরাহ্ণ, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার ১০৮ বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার শীর্ষ সহকারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন ফুরিয়ে আসছে। সম্প্রতি এক আলোচনায় নেতানিয়াহুর কাছে এ অনুভূতির কথাও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
মার্কিন প্রশাসনের দুই সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে হোয়াইট হাউসের বৈঠকেও হয়েছে। এর মধ্যে ইসরাইলে তার সফরের আলোচনাও অন্তর্ভুক্ত ছিল, যেখানে বাইডেন ও নেতানিয়াহু বৈঠক করেন। খবর মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র।
দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, এই শঙ্কা এত দূর গড়িয়েছে যে, নেতানিয়াহুকে বাইডেন পরামর্শ দিয়েছেন সম্ভাব্য উত্তরসূরির সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় করার জন্য।
মার্কিন প্রশাসনের এক সাবেক ও এক বর্তমান কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দিন ফুরিয়ে আসছে।
বর্তমান কর্মকর্তা মনে করেন, আশঙ্কা করা হচ্ছে— নেতানিয়াহু হয়তো আরও মাত্র কয়েক মাস বা অন্তত গাজায় উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযান চলমান থাকা পর্যন্ত ক্ষমতায় টিকতে পারবেন। তবে চার কর্মকর্তাই ইসরাইলি রাজনীতির অনিশ্চয়তার কথা মনে করিয়ে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, কী ঘটেছে তা নিয়ে ইসরাইলি সমাজে বড় প্রভাব থাকবে। শেষ পর্যন্ত দায় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছাবে।
এমন সময় নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রশাসনে শঙ্কা দেখা দিচ্ছে যখন প্রেসিডেন্ট ও তার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের সঙ্গে কাজ করার চেষ্টা করছে। যখন হামাসের বিরুদ্ধে রক্তাক্ত ও জটিল লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু।
দুই সিনিয়র কর্মকর্তা বলেছেন, বাইডেনের তেলআবিব সফর ছিল মূলত ইসরাইলের প্রতি সমর্থন প্রকাশের জন্য। কিন্তু একান্ত আলাপে যুদ্ধকে বিস্তৃত না করতে এবং সতর্কতা অবলম্বন করতে বলেছেন বাইডেন। একই সঙ্গে দুই রাষ্ট্র সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথাও তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।