গাজার আকাশে উড়ছে মার্কিন ড্রোন
প্রকাশিত : ০৫:২৪ অপরাহ্ণ, ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার ১১৩ বার পঠিত
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি জিম্মিদের খোঁজে অবরুদ্ধ গাজা উপত্যকায় ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এসব ড্রোন এক সপ্তাহের বেশি সময় ধরে গাজার আকাশে উড়ছে।
শুক্রবার দুই মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেন, জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা করার জন্য গাজার আকাশে গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরেক কর্মকর্তা বলেছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে এসব ড্রোন গাজার আকাশে উড়ছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে নজিরবিহীন হামলা চালিয়ে ১৪০০ ইসরাইলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরাইলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এ হামলার পর থেকে ইসরাইলে অবস্থানরত ১০ মার্কিন নাগরিকের কোনো খোঁজ মিলছে না।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, এসব মার্কিন নাগরিককে হামাস ধরে নিয়ে গেছে এবং গাজাজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন টানেলে তাদের রাখা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।