মারিভ পত্রিকার জরিপ গাজায় হামলা করে কপাল পুড়ছে নেতানিয়াহুর
প্রকাশিত : ০৬:০৯ অপরাহ্ণ, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার ১৫১ বার পঠিত
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরাইলে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই নেতা এ লড়াইয়ে জয়ের খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করেছেন।
তবে সম্প্রতি করা একটি জরিপ বলছে, সংঘাতে তেলআবিব যদি জয়ীও হয় তবু মাসুল গুনতে হবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইসরাইলি দৈনিক পত্রিকা মারিভর উদ্যোগে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা উচিত না। খবর আলজাজিরা।
শুক্রবারের এক প্রতিবেদন অনুসারে, জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ইসরাইলি গাজায় স্থল হামলার বিষয়টি সমর্থন করেন। আর ২১ শতাংশ অংশগ্রহণকারী এর বিপক্ষে মত দিয়েছেন।
জরিপের ৮০ শতাংশ অংশগ্রহণকারীর ভাষ্য— বেনিয়ামিন নেতানিয়াহুর ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেওয়া উচিত। এদের মধ্যে ৬৯ শতাংশ জানান, সর্বশেষ নির্বাচনে তারা নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে ভোট দিয়েছিলেন।
এ প্রসঙ্গে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেন, জরিপে নেতানিয়াহুর জন্য কোনো ভালো খবর নেই। তিনি বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করে নিজেকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও ইসরাইলের জনগণ মনে করছে নেতানিয়াহুর বিদায় নেওয়া উচিত।
জরিপ থেকে আরও জানা গেছে, ৫১ শতাংশ ইসরাইলি লেবাননের সঙ্গে উত্তরের সীমান্তেও বড় আকারের সামরিক অভিযানের পক্ষে মত দেন।
গত ১৮ ও ১৯ অক্টোবর মারিভর হয়ে এই জরিপটি পরিচালনা করে লাজার ইনস্টিটিউট। সহায়তা দেয় প্যানেলফরঅল। এতে মোট অংশ নেন ৫১০ জন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।