মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ ◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা

ইসরাইলের দুর্ভেদ্য ‘লোহার দেওয়াল’ কিভাবে ভাঙল হামাস?

প্রকাশিত : ০৮:০৬ পূর্বাহ্ণ, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার ১০৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে শনিবার (৭ অক্টোবর) ভোরে ভয়াবহ অভিযান চালিয়েছে ফিলিস্তিনির মুক্তিকামী রাজনৈতিক সংগঠন হামাস। বিশ্বের কড়া নিরাপত্তার জাল ফাঁকি দিয়ে চালিয়েছে প্রতিশোধের অভিযান। ২০ মিনিটের পাঁচ হাজার রকেট হামলার তান্ডবে হতভম্ব হয়ে গেছে ইসরাইলি বাহিনী।

অধিকৃত ভূখণ্ড রক্ষায় গাজা সীমান্তে নির্মিত ‘আকাশচুম্বী’ নিরাপত্তা দেওয়ালও হার মানল হামাসের চৌকশ যোদ্ধাদের কাছে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এ ‘গর্বের ধন’কে বিশ্বে ‘স্মার্ট বেড়া’র তকমা দিয়েছিল ইসরাইল। সুড়ঙ্গ খুঁড়েও যেন কেউ ঢুকতে না পারে সেলক্ষ্যে সীমান্তে ৬৫ কিমি. দীর্ঘ ভ‚গর্ভস্থ কংক্রিটের দেওয়ালের ওপর ২০ ফুট উঁচু ধাতব বেড়া দেয় ইসরাইল। ওয়াশিংটন পোস্ট।

এখানেই শেষ নয়- দেওয়ালের মাথা থেকে পা পর্যন্ত অর্থাৎ সারা গায়ে পেঁচানো হয়েছে ধারালো কাঁটাতারের কুণ্ডলী। গাজায় হামাস বাহিনীর টানেল শনাক্তকরণে দেওয়ালের ভূগর্ভে বসানো হয় সেন্সর। আর দেওয়ালের উপরের অংশের ৮১% জায়াগাজুড়ে বসায় শত শত ক্যামেরা, রাডার এবং সেন্সর। এক কথায় ফিলিস্তিনিদের দখলকৃত ভূখণ্ডে নিজেদের রাজত্ব টিকিয়ে রাখতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি দেশটির দখলদার বাহিনী। নিশ্চিন্ত নিরাপত্তার এই দেওয়ালই এখন বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ইসরাইলে- টানা সাড়ে তিন বছর ধরে ১৪ হাজার টন লোহা ও স্টিল দিয়ে নির্মাণ করা ১.১১ বিলিয়ন ডলারের দুর্ভেদ্য ‘লোহার দেওয়াল’ কিভাবে ভাঙল ছোট্ট হামাস দল? হিন্দুস্তান টাইমস।

ইসরাইলের কড়া ‘পাহারা বেড়া’ ভাঙার একটি মাধ্যম ছিল ড্রোন। বাণিজ্যিক ড্রোনগুলো হামাস পর্যবেক্ষণ টাওয়ার, যোগাযোগ অবকাঠামো এবং অস্ত্র ব্যবস্থায় বোমাবর্ষণের কাজে ব্যবহার করেছে।

ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করার আরও একটি মাধ্যম ছিল রকেট। ফ্যানচালিত হ্যাং এবং প্যারা গ্লাইডারের মাধ্যমে ২০ মিনিটে ৫০০০ রকেট হামলা চালিয়েছে হামাস। এত দ্রুত সময়ে ইসরাইলের প্রতিরক্ষা সেন্সরগুলো সব রকেট হামলাকে প্রতিহত করতে পারেনি। ফলে রকেটগুলো ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত আঘাত হানে। অবরোধের কিছু অংশ উড়িয়ে দেওয়ার জন্যও বিস্ফোরক ব্যবহার করেছিল হামাস। এরপর মোটরবাইকে করে ফাঁকা দিয়ে হামাস বাহিনীর গাড়ি ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে বুলডোজার দিয়ে অবরোধের জায়গাকে আরও প্রশস্ত ভেতরে প্রবেশ করা হয়।

গাজার সঙ্গে ইসরাইলের এ নিরাপত্তা অবরোধটি তৈরি করতে কোনো ভুল ছিল কিনা তা এখন প্রশ্নবিদ্ধ। এ সম্পর্কে মন্তব্য করেছেন ইসরাইলের শীর্ষ ভূতাত্ত্বিক ইয়োসি ল্যাঙ্গোটস্কি (৮৯)।

তিনি বলেন, ‘বিশাল বেড়াটি হামাসের সজাগ দৃষ্টিতে নির্মিত হয়েছিল, যারা প্রতিটি কাজ দেখেছিল এবং পরীক্ষা করে দেখেছিল যে বাধাটি মাটিতে কত গভীরে নামানো হচ্ছে। এটা স্পষ্ট যে, তারা প্রকল্পটি অধ্যয়ন করছে এবং তাদের শুধু দরকার ছিল এ ফাঁদে একটি চতুর উপায় খুঁজে বের করা।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT