ইসরাইলে নিহত ৯ মার্কিন নাগরিক
প্রকাশিত : ০৮:৩৪ পূর্বাহ্ণ, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার ১৪৬ বার পঠিত
ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত ৯ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
মুখপাত্র বলেছেন, এই মুহূর্তে আমরা ৯ জন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান পেতে ইসরাইল সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহত ৯ মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।
হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন নাগরিকদের হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র।
শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরাইলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরাইলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।