ডিএসসিসির জলাবদ্ধতা ২৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে: মেয়র তাপস
প্রকাশিত : ০৮:০১ পূর্বাহ্ণ, ৭ অক্টোবর ২০২৩ শনিবার ৯৮ বার পঠিত
তিন দিন ধরে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। ডুবে যায় অনেক সড়ক। এতে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাজধানীর অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে।
জলাবদ্ধতার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডিএসসিসির ৯০ শতাংশ জলাবদ্ধতা এখন ২৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এক্ষেত্রে ডিএসসিসির আওতাধীন নিউমার্কেট, জুরাইন ও পুরান ঢাকাসহ জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোর সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার ডিএসসিসির অঞ্চল-২ আঞ্চলিক কার্যালয়ের অধীন ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ-শান্তিবাগের শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসলি ও এলাকাবাসীর উদ্দেশে মেয়র এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, মসজিদের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা শেখ সেকান্দার আলী, মসজিদের সাধারণ সম্পাদক মো. দুলাল প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























