দোনেৎস্কে রুশ হামলায় নিহত ২, খেরসনে বেড়ে ৬
প্রকাশিত : ০৪:৪৯ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার ১১০ বার পঠিত
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। অপরদিকে খেরসন অঞ্চলে চালানো হামলায় নিহত বেড়ে ছয়জন হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।
মার্কিন গণমাধ্যমটি বলেছে, টেলিগ্রামে দোনেৎস্কের সরকারি কর্মকর্তাদের পোস্ট করা একটি ভিডিও বার্তা অনুসারে, ইউক্রেনের দোনেৎস্কের একটি গ্রামে আঘাত হানা গোলায় কমপক্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলো জভানিভকা গ্রামে আঘাত হেনেছে বলে জানা গেছে। নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালের এ হামলায় দোনেৎস্কের স্লোভিয়ানস্ক শহরের একটি বাজার এবং একটি ক্যাফেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে সোমবার ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রুশ হামলায় কমপক্ষে ছয়জন মারা গেছে এবং পাঁচজন আহত হয়েছে। অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনী আবারও খেরসন শহরের ডিনিপ্রোভস্কি জেলায় আক্রমণ করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুইজন পুরুষ এবং একজন মহিলা তাদের হামলায় মারা গেছেন। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছেন। পরবর্তীতে নিহত বেড়ে ছয়জন হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।