সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা ◈ ইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান

ভারত-কানাডা ফাটলে আবার কুড়ালের ঘা

প্রকাশিত : ০৯:০০ পূর্বাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার ১১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারত-কানাডা সম্পর্কে ইতোমধ্যেই দেখা দিয়েছে তিক্ততার সুর। দুই দেশের একে অপরের প্রতি অভিযোগ, কূটনৈতিক বহিষ্কার, পালটাপালটি বাকবিতণ্ডা যেন থামছেই না। ক্রমবর্ধমান এ সম্পর্কের ফাটলে মঙ্গলবার নতুন করে কুড়াল চালাল কানাডা। হাত গুটিয়ে থাকেনি ভারতও। পালটা আঘাতে নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতা জারি করল দিল্লিও। রয়টার্স, সিএনএন।

‘অনাকাক্ষিত পরিস্থিতি’ এড়াতে জম্মু-কাশ্মীর ভ্রমণে সতর্কবার্তা জারি করেন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডো। ঠিক পরদিনই কানাডার বেশ কিছু নির্দিষ্ট অঞ্চলে পর্যটকদের সাবধানতা অবলম্বনের হুঁশিয়ারি দিল ভারতও। এমন অবস্থায় দুই দেশের সম্পর্কের নাটাই এখন প্রায় ছিঁড়ে যাওয়ার পথে। শিখ ও স্বাধীন খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে ক্রমেই বাড়ছে এ উত্তেজনার আগুন। নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার দাবি তোলে কানাডার গোয়েন্দা সংস্থা। এমন অভিযোগে প্রচণ্ড ক্ষিপ্ত হয় ভারত। এ হত্যাকাণ্ডে ভারত নিজেদের সংশ্লিষ্টতাকে সম্পূর্ণরূপে অস্বীকৃতি জানায়। হিন্দুস্তান টাইমস, এএফপি, এপি।

ভ্রমণ সতর্কতায় কানাডায় নিজেদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, ‘রাজনৈতিকভাবে অপরাধ এবং অপরাধমূলক সহিংসতাকে প্রশ্রয় দেয় কানাডা।’ দুদেশের মধ্যকার সম্পর্ক যখন চরম পর্যায়ে তখন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তারা ভারতকে কোনো ধরনের উসকানি দিচ্ছেন না। বরং শিখ নেতার হত্যাকাণ্ডের উত্তর চাইছেন। ট্রুডো বলেন, ‘ভারতের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া উচিত। আমরা উসকানি দিতে বা বাড়াতে চাই না। কানাডার দাবি, ভ্রমণ সতর্কতার সঙ্গে শিখ নেতার হত্যার বিষয়টির কোনো সংশ্লিষ্টতা নেই। কানাডা তাদের নাগরিকদের এ ধরনের ভ্রমণ সতর্কতা প্রায়ই দিয়ে থাকে। দুই দেশের মধ্যে যখন কোনো ধরনের সমস্যা ছিল না তখনো কানাডা ভারতের জম্মু-কাশ্মীর এবং আসাম রাজ্যে ভ্রমণে সতর্কতা অবলম্বনের কথা বলেছিল। কানাডার ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনের প্রতিনিধি মুখবীর সিং বলেছেন, তার দেশবাসী হয়তো ট্রুডোর এই বক্তব্যে ‘মর্মাহত’ হয়ে থাকতে পারে। কিন্তু শিখ সম্প্রদায়ের কাছে এটা বিস্ময়কর কিছু নয়। দশক ধরে ভারত গুপ্তচরবৃত্তি, বিভ্রান্তি এবং এখন হত্যার মাধ্যমে কানাডায় শিখদের টার্গেট করেছে। দুই দেশের সম্পর্কের এ অবনতি মূলত ভারতের সদ্যসমাপ্ত জি-২০ সম্মেলন থেকেই। দিল্লিতে ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় কানাডায় চরমপন্থি ভারত-বিরোধী কার্যকলাপ অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় উদ্বেগ প্রকাশ করেন মোদি। সেসময়ই কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রুডোও। ফিরে এসে ভারতের সঙ্গে একটি মুক্ত-বাণিজ্য চুক্তির জন্য আলোচনা স্থগিত করেন ট্রুডো। শুরুটা সেখান থেকেই।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT