সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
◈ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ ◈ ‘সরকারি বেতন-রেশন খাস না, গুলি করবি না কেন?’ ◈ প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি, তালিকা প্রকাশ ◈ একদিনে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ◈ টানা ৫ দিন বৃষ্টির আভাস ◈ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ ◈ শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি ◈ গেমিং অ্যাপ ব্যবহার করে যেভাবে প্রধানমন্ত্রী বেছে নিল নেপালের জেন-জিরা ◈ ইসরাইলকে রুখতে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় জর্ডান

ভারত নিজেদের যা ভাবে বিশ্বে তা নয়

প্রকাশিত : ১০:২৮ অপরাহ্ণ, ৩০ আগস্ট ২০২৩ বুধবার ১২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম জি-২০ সম্মেলন। দিলি­তে অনুষ্ঠিতব্য দুদিনের এ সম্মেলন (৯-১০ সেপ্টেম্বর) ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছে ভারতে।

কেউ ভাবছেন-বহির্বিশ্বে দিনে দিনে প্রভাবশালী হয়ে উঠছে ভারত। কেউ বলছেন ঠিক পথেই চলছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু জি-২০ সম্মেলনের ঠিক আগে আগে মঙ্গলবার প্রকাশিত এক জরিপে ভারতীয়দের ধারণা ও বিশ্বাসের সঙ্গে বড় ধরনের ফারাক তুলে ধরল পিউ রিসার্চ।

সমীক্ষাটি ভারতসহ ২৪টি দেশের ৩০ হাজার ৮৬১ প্রাপ্তবয়স্কদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ জরিপ সংস্থা বলছে, ৬৮ শতাংশ ভারতীয় প্রাপ্তবয়স্ক বিশ্বাস করেন যে, বিশ্বে ভারতের প্রভাব বেড়েছে। পক্ষান্তরে বিশ্বের ১৯টি দেশে মাত্র ২৮ শতাংশ প্রাপ্তবয়স্ক গড়ে তাই মনে করেন।

৭৯ শতাংশ ভারতীয় প্রাপ্তবয়স্কদের নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রয়েছে সঠিক কাজ করার জন্য, অন্যদিকে বিশ্বের অন্য ১২ দেশের মানুষের মধ্যে মাত্র ৩৭ শতাংশ লোক একথা বিশ্বাস করেন।

একই সময়ে, বেশিরভাগ দেশই ভারতের দিকে ইতিবাচকভাবে ঝুঁকেছে, ২৩টি দেশের ৪৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতের প্রতি অনুকূল মতামত প্রকাশ করেন, ৩৪ শতাংশ প্রাপ্তবয়স্কদের তুলনায় যাদের প্রতিকূল দৃষ্টিভঙ্গি রয়েছে। সব দেশের মধ্যে, ভারত ইসরাইলের মধ্যে সর্বোচ্চ ইতিবাচক রেটিং উপভোগ করে।

সমীক্ষা থেকে মূলত যেটা উঠে এসেছে যে, ভারতীয়রা তাদের দেশ ও প্রধানমন্ত্রীকে নিয়ে যেরকম ইতিবাচক মানসিকতা রাখেন গোটা বিশ্ব অতটা রাখে না। নাইজেরিয়া এবং কেনিয়া বাদে, ভারতের পক্ষে ইতিবাচক রেটিং বেশিরভাগ দেশেই হ্রাস পেয়েছে,
ইউরোপে সবচেয়ে তীব্র হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ, যদি ফ্রান্সে সমীক্ষা করা ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক, ২০০৮ সালে ভারত সম্পর্কে ইতিবাচক মতামত প্রকাশ করেছিল, এখন সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৯ শতাংশে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সম্পর্কে ভারতীয়রাও অন্যদের থেকে আলাদা। ৬৫ শতাংশ ভারতীয় প্রাপ্তবয়স্করা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুকূলভাবে দেখেন, যেখানে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মধ্যম অনুকূলতার রেটিং ৫৯ শতাংশ।

বেশিরভাগ ভারতীয়, ৫৭ শতাংশ রাশিয়াকে অনুকূলভাবে দেখেন, যেখানে ২৩টি অন্যান্য দেশে রাশিয়ার জন্য মধ্যম অনুমোদনের রেটিং মাত্র ১৪ শতাংশ।

ভারতে সবচেয়ে অপছন্দের দেশ হলো, চীন এবং পাকিস্তান। ৬৭ শতাংশ বেইজিংয়ের প্রতি প্রতিকূল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং ৭৩ শতাংশ ইসলামাবাদের প্রতি নেতিবাচক মানসিকতা পোষণ করেন।

বিশ্ব মোদিকে যেভাবে দেখে: ১২টি দেশজুড়ে যেখানে প্রাপ্তবয়স্কদের মোদি সম্পর্কে তাদের মতামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ৪০ শতাংশ প্রাপ্তবয়স্কদের বিশ্বাস তিনি ঠিক কাজ করবেন না, যেখানে ৩৭ শতাংশ আস্থা রাখেন প্রধানমন্ত্রীর ওপর।

যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ মোদির নাম জানেন না। ৩৭ শতাংশ অনাস্থা জানিয়েছেন। ২১ শতাংশ আস্থা রাখেন। জাপানে ৪৫ শতাংশ বিশ্বাস করে যে তিনি সঠিক কাজ করবেন, তুলনায় ৩৭ শতাংশ যারা করেন না।

অস্ট্রেলিয়ান এবং ইসরাইলিরা মোদির ওপর প্রায় সমানভাবে বিভক্ত, ৪১ শতাংশ তার প্রতি বিশ্বাসী এবং ৪২ শতাংশ উভয় দেশে তার প্রতি সন্দিহান।

আবার, কেনিয়া এবং নাইজেরিয়া আলাদা-৬০ শতাংশ কেনিয়ান এবং ৪৭ শতাংশ নাইজেরিয়ান মোদির ওপর আস্থা রেখেছেন। লাতিন আমেরিকায় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আস্থা নেই মানুষের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন। নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন। তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT