ইমরান খানকে মাইনাসে কোরেশি-ফাওয়াদ বৈঠক
প্রকাশিত : ০৯:২২ অপরাহ্ণ, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার ১৪০ বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে তৎপর হয়েছেন পিটিআই থেকে পদত্যাগ করা কিছু নেতা। আর এর নেতৃত্বে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
গণমাধ্যম বলছে, পদত্যাগী নেতাদের নিয়েই পিটিআইর নেতৃত্ব পুনর্গঠন করতে চান ফাওয়াদ চৌধুরী।
দ্য ডনসহ পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। এরই মধ্যে পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাতও করেছেন তিনি। বর্তমানে আদিয়ালা জেলে কারাবন্দি আছেন ইমরানের পরই পিটিআই এর সবচেয়ে সিনিয়র এই নেতা।
গত ৯ মে ইমরানকে গ্রেফতার পরবর্তী সহিংসতার জন্য ব্যাপক ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এর জেরে পদত্যাগ করেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজারি, ইমরান ইসমাইল, আমীর কিয়ানি এবং মেহমুদ মৌলভীর মতো সিনিয়র নেতারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।