ইসরাইলে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত
প্রকাশিত : ০৫:৪৪ অপরাহ্ণ, ২৮ মে ২০২৩ রবিবার ১৫২ বার পঠিত
সরকারের আইনি ব্যবস্থা সংশোধনের পরিকল্পনার বিরুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলে বিক্ষোভ অব্যাহত আছে।
শনিবার হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন। এর মধ্যে দিয়ে দেশটির চলমান বিক্ষোভ ২১তম সপ্তাহে প্রবেশ করল।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-অর্থোডক্স এবং অতি-জাতীয়তাবাদী দলগুলোর জোট একটি নতুন দুই বছরের বাজেট পাস করার কয়েকদিন পর শনিবারের বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
ইসরাইলের রাজধানী তেল আবিবে জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ সরকারবিরোধী স্লোগান দেয়।
নেতানিয়াহুর সরকার সংস্কার পরিকল্পনা অনুসারে, বিচারক নিয়োগকারী কমিটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার কথা বলা হয়েছে সরকারকে।
বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ। পরিকল্পনা বাতিল না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























