দেশীয় প্রযুক্তির উন্নত এফ-১৬ পেল তুর্কি সেনাবাহিনী
প্রকাশিত : ০৫:৩৩ অপরাহ্ণ, ২১ মে ২০২৩ রবিবার ১১৯ বার পঠিত
তুরস্কের সেনাবাহিনীর কাছে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে আধুনিকীকৃত এফ-১৬ যুদ্ধ বিমান হস্তান্তর করা হয়েছে। দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সি (এসএসবি) এ তথ্য জানিয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, এসএসবির প্রধান ইসমাইল ডেমির ঘোষণা করেছেন যে, প্রথমবারের মতো দেশীয়ভাবে আধুনিকীকৃত এফ-১৬ যুদ্ধ বিমান তুরস্কের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেছেন, আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে দেশীয় এবং জাতীয় সিস্টেমের আলোকে আধুনিকীকৃত এফ-১৬ যুদ্ধ বিমান বিতরণ করেছি।
এক টুইট বার্তায় ডেমির বলেন, এখন থেকে আমাদের এফ-১৬ যুদ্ধ বিমানগুলো আরও উন্নত ক্ষমতা এবং আধুনিক পদ্ধতিতে আমাদের বাহিনীকে পরিষেবা দিতে সক্ষম হবে।
এসএসবির এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কাঠামোগত উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে, ব্লক-৩০ এর এফ-১৬ বিমানের আয়ুষ্কাল আট হাজার ঘণ্টা থেকে ১২ হাজার ঘণ্টায় উন্নীত করা। এ ছাড়া জাতীয় এবং অভ্যন্তরীণ উপায়ে বিকশিত এভিয়নিক সক্ষমতাগুলো এই বিমানে একত্রিত করা হয়েছে।
সেই সঙ্গে দেশীয় গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরাসরি এফ-১৬-এ একত্রিত ও ইনস্টল করা যাবে। প্রকল্পটি ব্লক-৪০ এবং ব্লক-৫০ বিমানের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। এসএসবির তথ্য অনুসারে, ২০৪০ সাল পর্যন্ত প্রাসঙ্গিক ইনভেন্টরি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।