ব্রিটিশ লেখক মার্টিন অ্যামিস আর নেই
প্রকাশিত : ০৫:২৮ অপরাহ্ণ, ২১ মে ২০২৩ রবিবার ১৩৪ বার পঠিত
জনপ্রিয় ব্রিটিশ ঔপন্যাসিক মার্টিন অ্যামিস ৭৩ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (১৯ মে) ফ্লোরিডায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লেখকের স্ত্রী লেখিকা ইসাবেল ফনসেকা জানিয়েছেন, খাদ্যনালির ক্যানসারে ভুগে অ্যামিসের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
পাঠকদের অসংখ্য কালজয়ী উপন্যাস ও নন-ফিকশন বই উপহার দিয়েছেন অ্যামিস। ১৯৭৮ সালে প্রকাশিত ‘সাকসেস’ এবং ১৯৮৯ সালে প্রকাশিত ‘লন্ডন ফিল্ডস’ তার মধ্যে উল্লেখযোগ্য। অ্যামিসকে তার সময়ের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবেও বিবেচনা করা হয়।
১৯৮৪ নালে তার লেখা উপন্যাস ‘মানি’ তুমুল জনপ্রিয়তা পায়। পাঠকেন মনে তিনি বেশ প্রভাব ফেলতেন।
১৯৪৯ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন অ্যামিস। তিনি বিখ্যাত ঔপন্যাসিক ও কবি কিংসলে অ্যামিসের ছেলে।
তরুণ বয়সেই বাবাকে অনুসরণ করে ১৯৭৩ সালে তিনি প্রকাশ করেন প্রথম উপন্যাস ‘দ্য র্যাচেল পেপারস’। অ্যামিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের স্বনামধন্য কবি-সাহিত্যিক ও প্রকাশকরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।