বিশৃঙ্খলার জন্য প্রধান বিচারপতিকে দায়ী করলেন মরিয়ম
প্রকাশিত : ০৯:৪৭ অপরাহ্ণ, ১৫ মে ২০২৩ সোমবার ১৩৫ বার পঠিত
পাকিস্তানের বর্তমান বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালকে দায়ী করেছেন দেশটির ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা মরিয়ম নওয়াজ। খবর ডনের।
পাকিস্তানের সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভকালে এ কথা বলেন মরিয়ম। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীরা যা করতে পারেনি, ইমরান খান তাই করছেন। সে ও তার স্ত্রী দেশের অগণিত টাকা লুট করেছে।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের পক্ষ নেওয়ার অভিযোগে বিচার বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ বিক্ষোভের ডাক দিয়েছে সরকারি জোট।
এর আগে সুপ্রিমকোর্ট ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরদিনই তাকে দুই সপ্তাহের জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।