বিক্ষোভের সময় ইমরান সমর্থকরা যা যা ‘লুট’ করেছেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১০:১০ অপরাহ্ণ, ১৩ মে ২০২৩ শনিবার ১২৩ বার পঠিত
গত মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরই বিক্ষোভে নেমেছেন পিটিআই সমর্থকরা। সহিংসতায় ছেয়ে গেছে গোটা পাকিস্তান।
দেশটির বিভিন্ন রাজ্যে হয়েছে লুটপাট। চুরির কবল থেকে বাদ যায়নি দোকানপাট, শপিংমল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ শনিবার এক প্রেস কনফারেন্সে বলেন, পিটিআই সমর্থকরা দোকানপাট, শপিংমল, বন্দুকের দোকানেও লুটপাট চালিয়েছে।
তিনি আরও জানান, তারা ব্যাংক লুটেরও চেষ্টা করেছে।
রানা সানাউল্লাহ দাবি করেন, লুটতরাজরা দরজি দোকানের কাপড়-চোপড়, এমনকি সেলাই করার সুই পর্যন্ত লুট করে নিয়ে গেছে।
নিউজ কনফারেন্সের সময় রানা সানাউল্লাহ ইমরান খানের ব্যাপক সমালোচনা করেন। তিনি বলেন, একদিকে আল-কাদির ট্রাস্টের অর্থ চুরি করেছে ইমরান খান। অন্যদিকে মানুষকে বিক্ষোভের মুখে উস্কে দিচ্ছেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।