ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত উপকূলবর্তী ১৪৯ ফায়ার স্টেশন : ডিজি
প্রকাশিত : ০৭:২৮ পূর্বাহ্ণ, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার ১৩১ বার পঠিত
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলোর ১৪৯টি ফায়ার স্টেশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
বুধবার (১০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর ১৪৯টি ফায়ার স্টেশন। সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে উপকূলীয় অঞ্চলের সবার ছুটি বাতিল ঘোষণা করা হবে। এছাড়া ঘূর্ণিঝড় মোখা নিয়ে প্রস্তুতি ও করণীয় নিয়ে মিটিং হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন উপকূলীয় এলাকাগুলোর ১৯ জেলার ১৪৯টি ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে সতর্ক ডিউটিতে থাকার নির্দেশনা দিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























