anusandhan24.com
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুত উপকূলবর্তী ১৪৯ ফায়ার স্টেশন : ডিজি
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ০৭:২৮ পূর্বাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলোর ১৪৯টি ফায়ার স্টেশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বুধবার (১০ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর ১৪৯টি ফায়ার স্টেশন। সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে উপকূলীয় অঞ্চলের সবার ছুটি বাতিল ঘোষণা করা হবে। এছাড়া ঘূর্ণিঝড় মোখা নিয়ে প্রস্তুতি ও করণীয় নিয়ে মিটিং হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন উপকূলীয় এলাকাগুলোর ১৯ জেলার ১৪৯টি ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে সতর্ক ডিউটিতে থাকার নির্দেশনা দিয়েছেন।