হোটেলে হাতেনাতে ধরা পড়লেন অভিনেত্রী
প্রকাশিত : ০৬:০৫ পূর্বাহ্ণ, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার ১১৫ বার পঠিত
হোটেলে অভিযান চালিয়ে এক ভোজপুরী অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে আচমকা হানা দিয়ে সুমন কুমারী নামে ওই অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ।
সুমন কুমারীর বিরুদ্ধে অভিযোগ, মডেলদের জোর করে দেহব্যবসায় নামাতেন তিনি। তাদেরকে দিয়ে হোটেলে মধুচক্রের আসর বসাতেন। খবর আনন্দবাজার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মুম্বাইয়ের আরে কলোনি এলাকার নামি একটি হোটেলে মধুচক্রের খবর তারা গোপন সূত্রে জানতে পারেন। ওই হোটেলে পুলিশ এক তরুণীকে পাঠায়। নকল নাম নিয়ে ছদ্মবেশে তিনি হোটেলে যান। তার কথায় সায় দিয়ে ধরা পড়েন অভিনেত্রী সুমন কুমারী।
অভিযোগ রয়েছে, ভোজপুরী এই অভিনেত্রী মধুচক্রের মূলহোতা। তিনি প্রত্যেক মডেলের জন্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিতেন। সুমন কুমারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মধুচক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজ করা হচ্ছে।
পুলিশের দাবি, অভিনেত্রী সুমন মডেলদের জোগান দিতেন। যারা দেশের নানা প্রান্ত থেকে মুম্বাইয়ে গিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের ফাঁদে ফেলে বেশ্যাবৃত্তিতে বাধ্য করেন এই অভিনেত্রী। তার বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।