ভারতে একদিনে ১০১৫৮ জনের করোনা শনাক্ত
প্রকাশিত : ০৫:০৩ পূর্বাহ্ণ, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার ১৩৮ বার পঠিত
ভারতে আজ বৃহস্পতিবার ১০ হাজার ১৫৮ জন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গতকালের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৪৪ হাজার ৯৯৮ জন।
আজ করোনা শনাক্তের হার ৪.৪২ শতাংশ। মোট আক্রান্তের ০.১০ শতাংশ এখন সক্রিয় রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, দেশটিতে করোনা থেকে সেরে ওঠার হার ৯৮.৭১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে
সরকারি সূত্র জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়েছে, যা আগামী ১০-১২ দিন টানা বাড়তে পারে। করোনার এক্সবিবি উপধরন এখন সর্বশেষ ঢেউ চালাচ্ছে। তবে অধিকাংশ মানুষ টিকা নেওয়ায় উদ্বেগের তেমন কারণ নেই।
এই উপধরনে সংক্রমণ হার ফেব্রুয়ারিতে ছিল ২১.৬ শতাংশ, যা মার্চে বেড়ে ৩৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।