বুধবার ১২ নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু

প্রকাশিত : ০৭:৩২ পূর্বাহ্ণ, ৮ এপ্রিল ২০২৩ শনিবার ১৩১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুমিল্লায় একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু। অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলে নিয়ে লালমাই এলাকায় যাচ্ছিলেন। তাদের বেপরোয়া গতির মোটরসাইকেলটি একটি অজ্ঞাত গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

নিহতরা হলেন- লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) এবং চণ্ডীপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে।তাদের মরদেহ এলাকায় নেওয়ার পর শোকের ছায়া নেমে আসে।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, কী গাড়ির পেছনে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT