এলপি গ্যাসের দাম কমল
প্রকাশিত : ০৬:০৭ অপরাহ্ণ, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার ১৭০ বার পঠিত
ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। মার্চে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪২২ টাকা খরচ হবে। গত মাসের তুলনায় এই দাম ৭৬ টাকা কম। ফেব্রুয়ারি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না। গত মাসে ১২ কেজির সিলিন্ডারে এলাকাভেদে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিতে হয়েছে গ্রাহকদের।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























