
anusandhan24.com :
ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। মার্চে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪২২ টাকা খরচ হবে। গত মাসের তুলনায় এই দাম ৭৬ টাকা কম। ফেব্রুয়ারি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না। গত মাসে ১২ কেজির সিলিন্ডারে এলাকাভেদে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিতে হয়েছে গ্রাহকদের।