শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে কেমিকেল কারখানায় অগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

প্রকাশিত : ০৫:২২ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার ১৮৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কেমিকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানা গেছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন অফিসার শাজাহান হোসেন মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ তথ্য জানান।

স্টেশন অফিসার শাজাহান হোসেন জানান, আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় এইচ পি কেমিকেল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আড়াইহাজার, কাঞ্চন, মাধাবদী ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কেমিকেল কারখানা এলাকা থেকে আশপাশের লোকজনকে সরে যেতে অনুরোধ করছেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্টেশন অফিসার শাহজাহান হোসেন জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT