বুধবার ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী

প্রকাশিত : ০৫:৫৫ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০২২ রবিবার ৩৩৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দেশের পুঁজিবাজারে আজ রবিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। শেয়ার কেনার প্রবণতা বেশি থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বেড়েছে।

লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির দাম।

এতে প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৫ পয়েন্ট বেড়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকা।এর আগের সপ্তাহের একই সময়ে লেনদেন হয়েছিল ১৩৮ কোটি ৫৪ লাখ ৪৬ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৬৪৯ হাজার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার। সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT