৪.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
প্রকাশিত : ০৯:৩৩ পূর্বাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার ১১৫ বার পঠিত
মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও এএফপি সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রায় ৮০ মিলিয়ন মানুষের শহরটিতে অন্তত এক মিনিট স্থায়ী একটি কম্পন অনুভূত হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যার কেন্দ্রস্থল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে।
আরও পড়ুন: রুশ স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেন
এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ। দেশটি টেকটোনিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।