৪০ জাহাজ আটক, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব বেলজিয়ামের
প্রকাশিত : ০৭:৫৬ পূর্বাহ্ণ, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার ১ বার পঠিত
গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ইউরোপের দেশ বেলজিয়াম ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট দেশটির সংসদে বলেন, যেভাবে জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় যেভাবে আটকানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ কারণেই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র প্রায় ৪০টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিভিন্ন পেশার বিদেশি কর্মী ও মানবিক সহায়তা সামগ্রী ছিল। আটককৃতদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাগুলো আটক করার পাশাপাশি, নৌবহরে থাকা সকলকে আটক করা হয়েছে। তারা আরও জানায়, আটককৃতদের দল একের পর এক আশদোদ বন্দরে পৌঁছাবে, যেখানে তাদের ইউরোপে নির্বাসন প্রক্রিয়া শুরু হবে।
এদিকে, আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ নিশ্চিত করেছে— কমপক্ষে তিনটি ত্রাণবাহী জাহাজ বর্তমানে ইসরায়েলের আশদোদ বন্দরে আটকে আছে। ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রিক পতাকাবাহী ক্যাপ্টেন নিকোস, স্প্যানিশ পতাকাবাহী এস্ট্রেলা ওয়াই ম্যানুয়েল এবং আদারাকে দক্ষিণ ইসরায়েলের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র- আল জাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।