১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা
প্রকাশিত : ০৮:০৭ পূর্বাহ্ণ, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ৫৬ বার পঠিত
ভোক্তা পর্যায়ে আবারো কমেছে বোতলজাত এলপিজির দাম। ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।
আজ বুধবার বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এর আগে, গেল জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দর ছিল ১ হাজার ৪০৩ টাকা। কাঁচামালের দাম কমায় এলপিজির দাম কমেছে বলে জানায় সংস্থাটি। এছাড়া, চলতি মাসে অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়। যা গত মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।
মূলত ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘১২ কেজির বোতলজাত এলপিজির দাম ৩৯ টাকা কমে হয়েছে ১ হাজার ৩৬৪ টাকা। কোম্পানির জন্য বিক্রিয় মূল্য ১ হাজার ২৬৯ টাকা, ডিস্ট্রিবিউটরের জন্য বিক্রয় মূল্য ১ হাজার ৩১৯ টাকা এবং খুচরা বিক্রিয় মূল্য ১ হাজার ৩৬৪ টাকা।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।