১১ দিন উপোস থাকবেন মোদি
প্রকাশিত : ০৭:৪৫ পূর্বাহ্ণ, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার ১১৮ বার পঠিত
বড়ো পূজোর মঞ্চ। মাঝখানে একাট পিঁড়ি। উপরে ফুল, নারকেলসহ পূজোর নানা সামগ্রী। তার সামনেই ঐতিহ্যবাহী পাগড়ি মাথায় বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’হাত সামনে রেখে আসন পেতে বসে আছেন তিনি।
বিশেষ এক উদ্দেশ্যে এ আয়োজন। সামনেই ভারতের অযোধ্যার রামমন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা দিবস’র অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ১১ দিন উপোস থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।
শুক্রবার থেকে তিনি এ উপোস শুরু করেছেন। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত উপোস থেকে হাজির হবেন প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। অডিও বার্তায় নরেন্দ্র মোদি অনুষ্ঠানটিকে একটি ‘ঐতিহাসিক ও শুভলক্ষ’ হিসাবে বর্ণনা করেছেন।
এছাড়া এই অনুষ্ঠানের ‘সাক্ষী হতে পেরে’ তিনি গর্বিত বলেও জানিয়েছে। এএফপি
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।