বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের শ্রদ্ধা

প্রকাশিত : ০৫:৪৭ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ১৯৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনিভাবে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেছিল, তেমনিভাবে আমরাও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাসহ বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে।কিন্তু বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও সর্বোপরি আল্লাহপাকের অশেষ রহমতের কাছে সব ষড়যন্ত্র ও চক্রান্ত ভেস্তে গেছে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমণ্ডলীর সদস্য এমদাদুল হক, সাইফুল বাহার মজুমদার, সহ-সভাপতি রেজাউল বারী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, আইন সম্পাদক এড.আশরাফুল আলম প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT