
anusandhan24.com :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যেমনিভাবে আমাদের পিতা বীর মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা ও একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র বিশ্বদরবারে প্রতিষ্ঠা করেছিল, তেমনিভাবে আমরাও বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাসহ বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে।কিন্তু বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন, দোয়া ও সর্বোপরি আল্লাহপাকের অশেষ রহমতের কাছে সব ষড়যন্ত্র ও চক্রান্ত ভেস্তে গেছে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমণ্ডলীর সদস্য এমদাদুল হক, সাইফুল বাহার মজুমদার, সহ-সভাপতি রেজাউল বারী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, আইন সম্পাদক এড.আশরাফুল আলম প্রমুখ।