শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ১১:০২ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ১০০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাদপন্থি নেতা মো. শফিউল্লাহ (৪৬) কে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করে। দুপুরে পুলিশি নিরাপত্তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় তাকে।

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিউল্লাহ শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামের (তালুকদার বাড়ি) বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দায়ের করা হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত থেকে ১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে একাধিক দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় যোবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, শফিউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আটক করার পর রোববার আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিশ্ব ইজতেমায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো বলে জানিয়েছে পুলিশ। এর আগে মামলার সূত্র ধরে সাদপন্থি আরও তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT