সাংবাদিকতার জন্য তুরস্কে কেউ জেলে যাননি: এরদোগান
প্রকাশিত : ০৪:৪২ অপরাহ্ণ, ১২ মে ২০২৩ শুক্রবার ১২২ বার পঠিত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আদর্শগত কারণে তুরস্কে কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি।
তিনি বলেন, তুরস্কের কারাগারে যেসব সাংবাদিক আছেন, তারা হয় কোনো সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য, নয়তো কোনো অপরাধ কর্মের কারণে। খবর ডেইলি সাবাহর।
এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এসব কথা বলেন এরদোগান। তিনি বলেন, আমি যখন ইস্তানবুলের মেয়র ছিলাম, তখন একটি কবিতা আবৃত্তি করার জন্য আমাকে জেলখানায় যেতে হয়েছে। তখন আমাকে আদর্শগত কারণে জেলে যেতে হয়েছে।
কিন্তু বিচার বিভাগের তথ্য অনুসারে এখন তথাকথিত কিছু সাংবাদিক জেলে যাচ্ছেন তাদের অপরাধের কারণে। এদের কেউ জঙ্গিগোষ্ঠী পিকেকের সঙ্গে জড়িত, আবার কেউ গুলেনপন্থি অপরাধীর চক্রের সদস্য।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।