সহিংসতাকারীদের পাকড়াও করে শাস্তির হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের
প্রকাশিত : ০৬:২২ পূর্বাহ্ণ, ১৪ মে ২০২৩ রবিবার ১১৩ বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার গ্রেফতারের পরই বিক্ষোভে নেমেছেন পিটিআই সমর্থকরা। সহিংসতায় ছেয়ে গেছে গোটা পাকিস্তান।
তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে পাকড়াও করার নির্দেশ এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে।
এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও এলো হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির জানান, সহিংসতায় সঙ্গে জড়িত সব পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।
আসীম মুনির বলেন, ৯মে এর কালো দিনে যারা সহিংসতা ছড়িয়েছে সবাইকে পাকড়াও করে শাস্তির আওতায় আনা হবে। পেশোয়ারে এক ভাষণে এমন বক্তব্য দেন পাক সেনাপ্রধান।
এর আগে দেশে সহিংসতাকারীদের তিনদিনের মধ্যে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
এক টুইটবার্তায় শাহবাজ শরীফ বলেন, সহিংসতার সঙ্গে যারা জড়িত আইনশৃঙ্খলা বাহিনীকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের খুঁজে বের করার নির্দেশ দিচ্ছি। সেইসঙ্গে দ্রুত এসব তাদের শাস্তির আওতায় আনা হোক।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সহিংসতার সময় দেশটির বিভিন্ন রাজ্যে হয়েছে লুটপাট। চুরির কবল থেকে বাদ যায়নি দোকানপাট, শপিংমল।
তিনি আরও জানান, তারা ব্যাংক লুটেরও চেষ্টা করেছে। রানা সানাউল্লাহ দাবি করেন, লুটতরাজরা দরজি দোকানের কাপড়-চোপড়, এমনকি সেলাই করার সুই পর্যন্ত লুট করে নিয়ে গেছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।