মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লালবাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

প্রকাশিত : ০৯:২৭ পূর্বাহ্ণ, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার ১০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর লালবাগ থানার বিভিন্ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাদ রহমান, সেন্টু মিয়া, নাফিজা আক্তার মিম, দেলোয়ার হোসেন কালু (২৮), মো. রুবেল (২৯), মো. রুবেল শেখ (২৩), মাসুদ (২৬), মো. হৃদয় (২৫), রনি (৩৪), আব্দুল আলিম (১৯), মো. রাহাত (১৯), হারুন অর রশিদ (৪০) ও মো। আজাদ ইসলাম (২০) ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লালবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে পরিচালিত বিশেষ অভিযানে তিন জনকে গ্রেফতারি পরোয়ানা ও দশ জনকে ডিএমপি অধ্যাদেশ মূলে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিন জন পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর দশ জনকে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য লালবাগ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবরে সোপর্দ করা হয়েছে বলে জানানো হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT