রাজনীতির ময়দানে একা ইমরান খান, পিটিআইয়ের ভবিষ্যৎ কী?
প্রকাশিত : ০৫:৪৪ অপরাহ্ণ, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার ১২৭ বার পঠিত
একের পর এক সিনিয়র নেতাদের পদত্যাগের পর অনেকটা একাই দল সামলাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিকে মামলা আর আদালত, অন্যদিকে গুরুত্বপূর্ণ নেতাহীন দল পিটিআই দুটোই সামলাতে হচ্ছে ইমরানকে।
নেতাদের পদত্যাগের কারণ হিসেবে সামরিক বাহিনীর চাপের কথা এলেও বিশ্লেষকরা দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি কারণ হিসেবে মনে করছেন।
এক ভিডিওবার্তায় কান্নাজড়িত কণ্ঠে পিটিআই দল ছাড়ার ঘোষণা দেন রেহমান বিন জাবেত। একপর্যায়ে পাকিস্তানজুড়ে সহিংসতার জন্য নিজ দল পিটিআইকেও দায়ী করেন এ নেতা।
এদিকে ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতারের পর পরই পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভ করতে থাকে পিটিআই। তবে পরিস্থিতি পালটাতে থাকে দলের সিনিয়র নেতাদের পদত্যাগের ঘটনায়।
স্বেচ্ছায় পিটিআই ছাড়তে থাকেন একের পর এক সিনিয়র নেতারা। ফলে শুরুতে ইমরানের মুক্তি, সরকারের পতন ও সামরিক বাহিনীর বিরুদ্ধে চলা আন্দোলনে যতটা জোয়ার ছিল, এখন যেন ততটাই ভাটা।
দলত্যাগীদের মধ্যে রয়েছেন— পিটিআইয়ের সাবেক সহসভাপতি ফাওয়াদ চৌধুরী, শিরিন মাজহারী, আইনবিষয়ক সম্পাদক মালেকা বোখারী, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ফয়জুল হাসান চৌহান প্রমুখ। তারা মূলত পিটিআই সরকারের নীতিনির্ধারক ছিলেন। বর্তমানে এখন অনেকটাই পিটিআই একাই সামলাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
নেতাদের পদত্যাগের কারণ হিসেবে ইমরান খানের একগুঁয়েমিকে দায়ী করছেন তারা। পলিসি মেকারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন অব্যাহত রাখেন ইমরান। এটিই বুমেরাং-এ পরিণত হয়।
এ ছাড়া সহিংসতায় জড়িতের অভিযোগে কয়েকজনকে সামরিক আদালত বিচারের আওতায় নিয়ে আসেন। ফলে পিটিআইয়ের আন্দোলনে বিরূপ প্রভাব পড়ে ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।