রাজধানীর একটি হোস্টেল থেকে নারী ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
প্রকাশিত : ০৯:১৯ পূর্বাহ্ণ, ১৬ জুন ২০২৫ সোমবার ৫৩ বার পঠিত
রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকার একটি নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।
তারিক লতিফ বলেন, দুপুর ১টার দিকে নীলক্ষেত নারী কর্মজীবী হোস্টেলে পুরাতন বিল্ডিং ৩০৭ নম্বর কক্ষ থেকে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তার লাশ উদ্ধার করা হয়। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন এবং নারী হোস্টেলে থাকতেন।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।