রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
প্রকাশিত : ১০:২৭ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার ৯৫ বার পঠিত
রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭)।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে শান্ত ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো- সিয়াম (১৮), শাকিল (২৩) ও শুকুর (১৬)।
নিহত শান্তর বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোডে একটি ব্লেজারের দোকানে চাকরি করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে হাজারীবাগ পার্ক এলাকায় আমাদের বাসার পাশে কিশোর গ্যাংয়ের ৫-৬ জন সাইকেল চুরি করে। তারা পালিয়ে যাওয়ার সময় শান্তসহ এলাকাবাসী ধাওয়া দেয়। ওই সময় কিশোর গ্যাংয়ের ছেলেরা শান্তর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। কিশোরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।