anusandhan24.com
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ
anusandhan24.com anusandhan24.com :

রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে শান্ত ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো- সিয়াম (১৮), শাকিল (২৩) ও শুকুর (১৬)।

নিহত শান্তর বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোডে একটি ব্লেজারের দোকানে চাকরি করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে হাজারীবাগ পার্ক এলাকায় আমাদের বাসার পাশে কিশোর গ্যাংয়ের ৫-৬ জন সাইকেল চুরি করে। তারা পালিয়ে যাওয়ার সময় শান্তসহ এলাকাবাসী ধাওয়া দেয়। ওই সময় কিশোর গ্যাংয়ের ছেলেরা শান্তর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। কিশোরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।