যে অভিযোগে পদত্যাগ করলেন বিবিসি চেয়ারম্যান
প্রকাশিত : ০৯:১১ অপরাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৩ শুক্রবার ১২৩ বার পঠিত
অনিয়মের অভিযোগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প শুক্রবার পদত্যাগ করেছেন।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে রিচার্ড শার্পের বিরুদ্ধে।
এ বিষয়ে শার্পের সম্পৃক্ততা এবং তা গোপন করে সরকারি নিয়োগবিধি ভঙ্গের বিষয়টি স্বাধীন এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে। এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তবে একজন উত্তসূরি খুঁজে পেতে সরকারকে সময় দেওয়ার জন্য জুনের শেষ পর্যন্ত এই পদে থাকার অনুরোধে রাজি হয়েছেন বিবিসি চেয়ারম্যান শার্প।
২০২১ সালের ফেব্রুয়ারিতে বিবিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শার্প। ‘কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টস’ এর তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, বিবিসির চেয়ারম্যান পদে আবেদন করার প্রক্রিয়ায় শার্প দুটো বিষয় বিবিসি চেয়ারম্যান নির্বাচনি প্যানেলের কাছে প্রকাশ করেননি।
একটি হচ্ছে- তিনি ২০২০ সালে বিবিসি বোর্ডের চেয়ারম্যান পদে আবেদন করার আগেই যে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে এ পদে তার আবেদনের ইচ্ছার কথা জানিয়েছিলেন সেকথা তিনি চেপে গেছেন।
অপর বিষয়টি হচ্ছে- বিবিসি চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে বরিস জনসনকে ৮ লাখ পাউন্ড ঋণ পাইয়ে দিতে সাহায্য করার বিষয়টি জানাননি শার্প।
পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে শার্প বলেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। চার বছর মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্বে থাকলে সংবাদমাধ্যমটি ভালোভাবে কাজ করতে পারবে না বলেই মনে করেন তিনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।