মিয়ানমার পরিস্থিতি ইন্দোনেশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনা
প্রকাশিত : ০৮:৫৯ পূর্বাহ্ণ, ২৬ নভেম্বর ২০২৩ রবিবার ১০০ বার পঠিত
প্রায় এক মাস ধরে চলা রক্তক্ষয়ী লড়াইয়ে একের পর এক অঞ্চল হাতছাড়া হচ্ছে মিয়ানমার জান্তা সরকারের। সাধারণ মানুষ হতাহতসহ লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। প্রাণ গেছে সেনা ও বিদ্রোহী উভয়পক্ষের সদস্যদেরই। ফলে এমন অবস্থার অবসান ঘটাতে এগিয়ে এসেছে ইন্দোনেশিয়া।
দেশটির রাজধানী জাকার্তায় ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে পরস্পরবিরোধী পক্ষগুলো নিয়ে আলোচনা করে ইন্দোনেশিয়া। বৈঠকে অংশ নেয় গণতন্ত্রপন্থি দলগুলো, জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র গোষ্ঠী এবং শাসক জান্তা সরকারের প্রতিনিধি। আলোচনা ইতিবাচক হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ইন্দোনেশিয়া। খবর ইরাবতির।
দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া চলতি বছর অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সভাপতির দায়িত্বে রয়েছে। ফলে সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে দেশটি।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মূল উদ্দেশ্য হলো বিবদমান পক্ষগুলোকে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপে নিয়ে আসা। যার মাধ্যমে সহিংসতা কমে আসবে এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানো সম্ভব হবে। এদিকে মিয়ানমারের সাবেক রাজধানী ও সবচেয়ে বড় বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনে তরুণ-যুবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে সন্ধ্যার পরই রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। তারা বলছেন, জান্তা শাসকের সামরিক বাহিনী যুবকদের রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে। বাহিনীর মালপত্র বাহনকারী হিসেবে তাদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। শহরটিতে সশস্ত্র যানবাহনের টহল এখন আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে মিয়ানমার সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে চীন। গতকাল শনিবার শুরু হওয়া ওই মহড়ার কারণে দেশটির নাগরিকদের উত্তর থেকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। প্রবল সংঘাতের মধ্যেই চীনের সেনাবাহিনী ‘যুদ্ধ প্রশিক্ষণ কার্যক্রম’ চালাচ্ছে মিয়ানমার সীমান্তে এবং এ কার্যক্রমের ব্যাপারে জান্তা সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।