মালয়েশিয়ায় ভূমিধসে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু
প্রকাশিত : ০৯:৫৬ পূর্বাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ৭৬ বার পঠিত
মালয়েশিয়ায় নির্মাণাধীন এলাকায় ড্রেন খননের সময় ভ‚মিধসে চাপা পড়ে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির সেলাঙ্গর রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল জানান, বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের দল ৩০ ও ২৫ বছর বয়সি বাংলাদেশি দুজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় প্রায় শূন্য দশমিক ৩ মিটার গভীর ভ‚মিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন ওই শ্রমিকরা। পরে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।