মাদক কারবারিদের সংঘর্ষ, থমথমে জেনেভা ক্যাম্প
প্রকাশিত : ০৭:০৫ পূর্বাহ্ণ, ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার ১০১ বার পঠিত
রাজধানী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকের আধিপত্য দখলে নিতে মাদক ব্যবসায়ীদের দুগ্রুপে চারদিন ধরে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ হয়।
এ ঘটনায় ১২টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী একশ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আড়াইশ জনের বিরুদ্ধে মামলা করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুর থানার এসআই ও মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রেজাউল বাদী হয়ে এ মামলা করেন।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানান, মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেদ্র করে সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষে তারা বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। আমরা বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছি। যারা সংঘর্ষে জড়িত ছিল সবাইকে আসামি করে মামলা হয়েছে। আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।