মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত ৪০
প্রকাশিত : ০৬:৩০ পূর্বাহ্ণ, ২৩ মার্চ ২০২৪ শনিবার ৯৯ বার পঠিত
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলায় ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এই তিন ব্যক্তি কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, হঠাৎ আমাদের পেছনে গুলির শব্দ শোনা যায়। গুলিবর্ষণের পর বিস্ফোরণ কিনা জানি না। সবাই দৌড়ে এসকেলেটরের দিকে চলে যায়। বাই চিৎকার করছিল, সবাই দৌড়াচ্ছিল।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।