ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একই পরিবারের ৭ সদস্য নিহত
প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ১৪ আগস্ট ২০২৩ সোমবার ১১১ বার পঠিত
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। হতাহতরা সবাই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর আগেই তাদের বহনকারী ভ্যানের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।
রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন।
তবে পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।