রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাটারায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

প্রকাশিত : ০৮:১০ পূর্বাহ্ণ, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ৬৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাজধানীর ভাটারা থানাধীন নুড়ের চারা এলাকার একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটেছে। এই বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, গৃহকর্তা হালিম শেখ (৫০) তাঁর স্ত্রী শিউলি বেগম (৪৫), তাঁর ছেলে হানিফ শেখ (২৮) এবং হালিম শেখের বোন রহিমা খাতুন (৫০)।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাদের।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সাগর আহমেদ জানান, আজ রাতের দিকে আমার মামি রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা জ্বালানো মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুনে আমার মামা-মামি, মামাতো ভাই ও আমার খালা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। আমরা ধারণা করছি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিল। তাই এই বিস্ফোরণ ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ রাতের দিকে ভাটারা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তাদের ড্রেসিং চলছে তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব নয়। তাদের সবার অবস্থাই আশঙ্কাজন। আমরা বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT