বীর মুক্তিযোদ্ধা টিপু আইসিইউতে
প্রকাশিত : ০৫:২২ অপরাহ্ণ, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ১০৮ বার পঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে (পান্থপথ) আইসিইউতে রয়েছেন।
গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে আইসিইউতে ভর্তি করা হয়।
তার ছেলে অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্বার লাঞ্চে পানি জমাসহ নানা জটিলতা নিয়ে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।